‘আমার এ অর্জন রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিসহ পুরো বাংলাদেশের মানুষের।’

ই-বার্তা ডেস্ক।।    রাশিয়ার বিশ্বখ্যাত পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ নির্বাচিত হয়ে বাংলাদেশের আলমগীর হোসেন বলেছেন ‘আমার এ অর্জন রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিসহ পুরো বাংলাদেশের মানুষের।’

বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এত বড় দায়িত্ব পেলেন। এ সংগঠনে ১৫৮ দেশের সদস্য রয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভ্লাদিমির এম ফিলিপভ।

আলমগীর জলিলের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এ সংগঠনের শীর্ষ পদে নির্বাচিত হন।

উল্লেখ্য, দায়িত্ব পাওয়ার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকসহ দেশটিতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন ও অবস্থানরত কমিউনিটির সদস্যরা আলমগীর জলিলকে অভিনন্দন জানিয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান