অগ্নিকান্ডের শিকার ভারতের বিমান ঘাঁটি

ই-বার্তা ডেস্ক।।    শনিবার বিকালে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ইয়েলাহানকা ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জানা গেছে আগুনে অন্তত ৩শ টির বেশি গাড়ি পুড়ে গেছে।

সিগারেটের আগুন ছড়িয়ে এমন ভয়াবহ রুপ নেয় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

দেশটিতে চলছে বিমান বাহিনীর পাঁচদিনের মহড়ার। এ মহড়ার চতুর্থ দিনে এমন অগ্নিকাণ্ড ঘটল।

তারা বলছেন, জ্বলন্ত সিগারেট কেউ একজন শুকনো ঘাসে ফেললে সেখানে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন পার্কিং করে রাখা গাড়িতে ছড়িয়ে পড়ে।

বেঙ্গালুরু জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমএন রেড্ডি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘শুকনো ঘাসের ওপর ফেলা জ্বলন্ত সিগারেট প্রচণ্ড বাতাসে তা আরও প্রজ্জ্বলিত হয়ে ওঠে। এরপর সেই ঘাসে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং খোলা আকাশের নিচে রাখা শত শত গাড়ি আগুনে পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে দেশটির বিমান বাহিনীর এই মহড়া শুরুর দিন গত বুধবার আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে একজন পাইলটের প্রাণহানি ঘটে।

ই-বার্তা/ মাহারুশ হাসান