ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি প্রকাশ করুন: প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো নারী ধর্ষণের শিকার হলে সে নারীর ছবি নয় বরং ধর্ষকের ছবি বেশি বেশি প্রকাশ করুন।  শনিবার  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন  প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, নারীদের অন্ধকার যুগ থেকে আলোতে এনেছেন বেগম রোকেয়া।  তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এখন  সাফ্যলের স্বাক্ষর রাখছে ।

ভয় না পেয়ে অধিকার আদায়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে কেউ কেউ নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও ৮ মার্চ সারাবিশ্বে আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।  তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

ই-বার্তা / আরমান হোসেন  পার্থ