রাইসিনা হিলসে মুখোমুখি মোদি-রাহুল

ই-বার্তা ডেস্ক।।  আজ নরেন্দ্র মোদি টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।  শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী।  সে হিসাবে আজ রাইসিনা হিলসে মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভারতের গণমাধ্যমসহ জনমনে নানা জল্পনা-কল্পনা চলছে।  কেননা নির্বাচন চলাকালীন তারা একে অপরের কটাক্ষ ও সমালোচনায় মেতে ছিলেন।  বিষয়টি এতদূর গিয়ে গড়ায় যে, রাজীবের বাবা ও ভারতের তিনবারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও আক্রমণ করে বসেন নরেন্দ্র মোদি।  পাল্টা জবারে মোদির রুচি আর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।

এদিকে নির্বাচনী প্রচার চলাকালীন প্রিয়াংকা গান্ধীর সামনে শিশুদের মুখে নরেন্দ্র মোদি বিষয়ে বিরূপ স্লোগানের একটি ভিডিও বেশ সমালোচনার জন্ম দেয়।  এতকিছুর পর আজ মোদি-রাহুলের সাক্ষাৎ কেমন হবে তা নিয়ে আলোচনা চললেও পেছনের সব ঘটনাকে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই জানাচ্ছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মোদির প্রথমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল।  কিন্তু এবার বিমসটেক সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।পাকিস্তানকে এড়াতে ‘বিমসটেক’ সদস্যভুক্ত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়।  কারণ পাকিস্তান বিমসটেকের সদস্য নয়।  জানা গেছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে আসছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু