ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

ই-বার্তা ডেস্ক।।  আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে তা নেভাতে সক্ষম হয় কর্মকর্তা-শিক্ষার্থীর। 

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে লাইব্রেরির ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে। বের হওয়ার জন্য ইমার্জেন্সি এক্সিট ওয়ে না থাকায় বেশি আতঙ্ক সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নিচতলার সার্কিট বোর্ডে আগুন লাগে। সেখানে এসির তারেও আগুন লাগে। একইভাবে লাইব্রেরির ৩ তলায় আগুন লাগে। ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে অগ্নিনির্বাপণ যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো হয়।

জানতে চাইলে ভেতরে অবস্থানকারী ঢাবি শিক্ষার্থী সাইফুল আলম বলেন, ‘আমরা হাজারের উপর শিক্ষার্থী ভেতরে আছি। কিন্তু আগুন লাগার পর একই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জটলা তৈরি হয়। বড় ঘটনা ঘটলে আমরা হয়তো জটলার মধ্যে বের হতে পারতাম না। এতগুলো এসি আছে অগ্নিঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু