কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হলেন সালমন

ই-বার্তা।।  ১৯৯৮ সালে সালমন, সেফ, তব্বু, নীলম ও সোনালি হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। অভিযোগ, শ্যুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সালমন কৃষ্ণসার শিকার করেন।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন সালমন খান। বেকসুর খালাস পেয়েছেন সেফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রে।

অবশেষে ২০ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রায় ঘোষণা করল যোধপুর আদালত।

কাঙ্কাণি গ্রামে তাঁর বিরুদ্ধে যে দুটি কৃষ্ণসার শিকারের অভিযোগ রয়েছে, তারই রায় দিল আজ আদালত।

এর আগে এই মামলায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন এই তারকা। যদিও এবার আর কোনও যুক্তিই ধোপে টিকল না। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫১ নম্বর ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত।

জানা যাচ্ছে ভাইজানকে, সরাসরি জেলে নিয়ে যাওয়া হতে পারে। তবে কত বছরের সাজা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে, ৩ বছরের বেশি সাজা হলে জেলে যেতে হবে সালমানকে। তার থেকে কম সাজা হলে করতে পারবেন জামিনের আবেদন।