এবার নিরাপত্তা উপদেষ্টা বল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বল্টনের ‘অনেক পরামর্শের’ সঙ্গে ট্রাম্পের মতবিরোধ থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।   

মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘জনের কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। সামনের সপ্তাহে আমি নতুন একজন জাতীয় উপদেষ্টার নাম ঘোষণা করব।’

বিবিসি জানিয়েছে, শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তালেবান প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ ছিল বল্টনের।

২০১৮ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসা জন বল্টন ছিলেন ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার আগে এই পদ থেকে বিদায় নিতে হয়েছে মাইকেল ফ্লিন ও ম্যাকমাস্টারকে।

উত্তর কোরিয়া এবং আফগানিস্তান বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন বল্টন। গেল বছর ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পকে  সমর্থন জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু