কোনো থানায় অসংগতি দেখা দিলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ ডিএমপি কমিশনার

ই-বার্তা ডেস্ক।।  কোনো থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইমলাম। 

গত শুক্রবার ডিএমপি হেডকোয়ার্টার্সের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের শতাধিক পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। 

ডিএমপি কমিশনার বলেন, অনেক থানায় ওয়ারেন্ট পৌঁছানোর পরও সেটা তামিল করা হয় না বলে অভিযোগ রয়েছে। এখন থেকে এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ওসিকে জবাবদিহি করতে হবে। থানাগুলোতে সেবার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি, সেবার মান বাড়াতে হবে। থানাগুলোতে যে জিডি হচ্ছে এগুলোর দ্রুত তদন্ত করতে হবে। 

তিনি বলেন, নিখোঁজ কোনো ব্যক্তির ব্যাপারে কেউ জিডি করতে আসলে সেটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রাথমিক তদন্তের পর কোনো অসঙ্গতি পাওয়া গেলে সেটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু