কুর্দিদের সময়সীমার মধ্যে সীমান্ত ত্যাগের নির্দেশ রাশিয়ার

ই-বার্তা ডেস্ক।।  রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার জানিয়েছে, চুক্তির সময়সীমার মধ্যে কুর্দি যোদ্ধাদের তুরস্ক সীমান্ত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।  অন্যথায় তাদেরকে আবারও তাদের উপর তুর্কি সশস্ত্র বাহিনীর অভিযান চালাবে।  

মস্কোতে সাংবাদিকদের তিনি বলেন, রুশ মিলিটারি পুলিশ এবং সিরিয়ার বর্ডার গার্ড এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না।

গত ২২ অক্টোবর সোচিতে রাশিয়া ও তুরস্ক সই হওয়া চুক্তির বিষয়টি উল্লেখ করে পেসকভ বলেন, চুক্তি বাস্তবায়নের শুরুর দিকে কিছু ‘অমসৃণ পথ’ পাড়ি দিতে হয়। কারণ, পরিস্থিতি ‘রাতারাতি’ পরিবর্তন হয়ে যায় না।

তিনি বলেন, কুর্দি পিকেকে এবং ওয়াইপিজি যোদ্ধাদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করছে এবং তাদেরকে ওই অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে।

সিরীয় শরণার্থীদের প্রত্যাবাসনে ‘সেফ জোন’ প্রতিষ্ঠা এবং সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে দিতে গত ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে তুরস্ক। এর পর গত ২২ অক্টোবর সোচিতে রাশিয়া ও তুরস্ক সই হওয়া চুক্তি অনুযায়ী পাঁচ দিনের জন্য অভিযান বন্ধ করে তুর্কি বাহিনী। আর এ সময়ের মধ্যে তুরস্কের সিরীয় সীমান্ত থেকে ৩২ কিলোমিটার দূরে সরে যাওয়ার জন্য সম্মত হয়েছে পিকেকে এবং ওয়াইপিজি যোদ্ধারা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু