ময়মনসিংহের ধোবাউড়ায় নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ই-বার্তা ।।  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে  অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তারপর একে একে গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর ও ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি এবং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে।ধোবাউড়া  উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ।

ধোবাউড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান এ ব্যাপারে বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।

ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ও রায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।

 

ই-বার্তা/ দিলীপ কুমার দাস/ ময়মনসিংহ