আগামী বিজয়ের মাসে নির্বাচন : ওবায়দুল কাদের
ই-বার্তা ।। আগামী জাতীয় নির্বাচন বিজয়ের মাসে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগামী নির্বাচনে জনগণ জঙ্গিবাদের লালনকারীদের বর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা প্রত্যাশা করছি আগামী নির্বাচন বিজয়ের মাসে অনুষ্ঠিত হবে। আমি মনে করি, জাতি সাম্প্রদায়িক শক্তি ও তাদের দোসর এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত ও পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে।