আসিফের ‘কসম’ গানের মডেল হলেন এভ্রিল
ই-বার্তা।। আসিফ আকবরের নতুন গানের ‘কসম’ মডেল হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশর আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল।
এভ্রিল বলেন, আমি আসিফ ভাইয়ের গানের পাগল। তিনি বাংলা গানের যুবরাজ। তার গানে মডেল হতে পেরে ভালো লাগছে। গানটি অনেক সুন্দর। অডিও যে কারো ভালোলাগার মতো। ভিডিওটাও সুন্দর করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, সবার নজর কাড়বে।
ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনায় পংকজ। ভিডিও পরিচালনা করেছেন ইমন।
আসিফ বলেন, আমি সব সময় গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। এই গানটির ক্ষেত্রেও সেটা বজায় ছিল। বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলো এভ্রিল। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস।