ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় নিন্দা জানিয়েছে সৌদি
ই- বার্তা ডেস্ক।। গত সপ্তাহে ইরাকে মার্কিন বাহিনীর ওপরে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, গত শুক্রবার সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর ঘটনায় রোববার কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এ দিকে সোমবার ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ঘাঁটিতে মার্কিন বিমানহামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন হামলার নিন্দা জানাতে দূতাবাসের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী ও মিলিশিয়া যোদ্ধা জড়ো হয়েছেন। নিরাপত্তা নিয়ে আতঙ্কে বাগদাদের দূতাবাস থেকে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত ও অন্য কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার বিকালে ইরান সমর্থিত ইরাকি কাতাইব হিজবুল্লাহর ৫টি ঘাঁটিতে বিমানহামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় অন্তত ২৫ জন মিলিশিয়া নিহত হয়েছেন ও ৫১ জন আহত হয়েছেন।