ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ
ই- বার্তা ডেস্ক।। অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
আজ সোমবার এই নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়।
এর আগে গত ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর সমস্ত ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। ওমর ফারুক চৌধুরীর ক্যাসিনো অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের শুরুতে জনসম্মুখে বিতর্কিত বক্তব্যের পর অনেকটা আড়ালে রয়েছেন।
অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান বিপুল অর্থের বিনিময়ে কমিটি দেয়া, চাঁদাবাজির টাকার ভাগ পকেটে পুরেছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিবার রাতে গণভবনে বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।