কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদকবিক্রেতা নিহত
ই-বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার (২১ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাল হক ওরফে জাম্বু মিয়া (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ ও কুমিল্লা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফিরোজ হোসেন জানান, ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ধনপুর এলাকায় মাদকবিক্রেতারা একত্রিত হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় টের পেয়ে মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে জাম্বু মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং অন্য মাদকবিক্রেতারা পালিয়ে যান।
উল্লেখ্য, পরে ঘটনাস্থল থেকে পুলিশ আহত জাম্বু মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান