চকবাজার অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৭১
ই-বার্তা ডেস্ক।। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর পর ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।
আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডে জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। জাকিরের শরীরের ৩৮ শতাংশ আগুনে পুরে গিয়েছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) গণমাধ্যমকে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগের মৃত্যু হয়। এরপর শুক্রবার ভোরে রেজাউলের মৃত্যু হয়।
এর আগে ২০ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় ওয়াহীদ ম্যানশনে আগুন লাগে। ভবনের নিচে থাকা পিকআপ ভ্যানের গ্যাস সিলিণ্ডার বিষ্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়। ভবনে কেমিক্যালের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবাহ রুপ নেয়। রাত ৩ টার দিকে ফায়ার সার্ভিসের ২০০ জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ই-বার্তা/মোঃসালাউদ্দিন সাজু