চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পটিয়া উপজেলার চরকানাই গ্রামের মোহাম্মদ আলী বাহাদুর (৪৫)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানবাহী ট্রাকটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি মনসারটেক এলাকায় মহাসড়কে ওঠার মুহূর্তে একটি চাকা খুলে যায়। ওই সময়েই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এর আগে গতকাল বুধবার সকাল ৬টায় প্রায় কাছাকাছি স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন অটোরিকশার যাত্রী সংঘদাশ বড়ুয়া (৭০) ও অটোরিকশার চালক উত্তম বড়ুয়া (৪০)।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু