মেয়ের পা বাঁচাতে বাবার আকুতি

ই-বার্তা ডেস্ক।।  মাসখানেক আগে পায়ে হওয়া একটি ছোট ফোঁড়া এখন বিরল রোগে পরিণত হয়েছে আঁখি আকতার (৮) এর। সে সন্ন্যাসী-বরিশাল লতিফিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বাবা পেশায় সবজি বিক্রেতা। 

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আঁখির চিকিৎসার জন্য কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। অন্যথায় ওই পা কেটে ফেলতে হবে। কিন্তু আঁখির সবজি বিক্রেতা দিনমজুর বাবা বেলাল হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।

আঁখি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফুটফুটে মেয়ের পাটি বাঁচাতে দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন ওর বাবা।

সাহায্য পাঠানোর ঠিকানা
মো. বেল্লাল হোসেন
ডাচবাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংক) সন্ন্যাসী বাজার শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাট
মোবাইল নম্বর : ০১৯৩৪-৪৮৭৬৪৪

ই-বার্তা/মাহারুশ হসান