চিরিরবন্দরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ই-বার্তা ডেস্ক।। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশিকুর রহমান (৩৫) ও খেড়খাটি গ্রামের বাসিন্দা দেবেশ চন্দ্র (৩০)। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি গ্রামের কাঁকড়া নদী থেকে বালু উত্তোলনকারী বালুবাহী ট্রাক মোহনপুর ব্রীজের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা ২ যুবক ঘটনাস্থলেই মারা যায়। পরে বিষয়টি চিরিরবন্দর থানায় অবহিত করা হলে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।