জমি নিয়ে বিরোধ; ৯ জনকে গুলি করে হত্যা
ই- বার্তা ডেস্ক।। ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় জমি নিয়ে বিবাদের জেরে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতদের মধ্যে চার নারী রয়েছেন। এ হামলায় অন্তত ২০ গ্রামবাসী আহত হয়েছেন। জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভি।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার জেলার উভা গ্রামে এ ঘটনা ঘটে। উভা গ্রামের প্রধান দুই বছর আগে কেনা ৩৬ একর কৃষিজমি সঙ্গীদের নিয়ে দখল করতে যান। এতে গ্রামবাসীরা বাধা দিলে তাদের ওপর নির্বিচার গুলি চালান তিনি। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, উভা গ্রামের নির্জন এলাকা ঘোরাওয়ালে এ ঘটনাটি ঘটেছে। গ্রাম প্রধানের কেনা জমি দখলে গেলে স্থানীয় গ্রামবাসীরা তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গ্রাম প্রধানের সঙ্গীরা গুলি চালায়। যাতে চার নারীসহ ৯ গ্রামবাসী নিহত হন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছ্নে। এ ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া রাজ্যের পুলিশ প্রধানকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।