জাপানী দ্বীপে রুশ ড্রোন!
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে টোকিও দাবি করেছে, জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জগুলোকে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে রাশিয়ার সেনাবাহিনী। তাদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখল হওয়া চারটি দ্বীপের মধ্যে দুটি জাপানের। এসব দ্বীপগুলোতে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চারটি দ্বীপপুঞ্জ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। এগুলোর মধ্যে এত্তোরফু ও কুনাশিরি দ্বীপ দাবি করে আসছে জাপান। তবে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট অবস্থান করছে।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো উপকূলে রাশিয়ানিয়ন্ত্রিত চারটি দ্বীপপুঞ্জের দুটি পর্যবেক্ষণের জন্য নজরদারি ড্রোন স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, জাপান টাইমস জানায়, ওরলান-১০ নামে একই ধরনের ড্রোন সিরিয়ায় অভিযানের আগে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করেছিল। ১৪ ঘণ্টায় এটি ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।