জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু চাই বাংলাদেশ
ই-বার্তা ।। জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মুস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ ঠিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।
ই-বার্তা২৪৭ ডটকম/ মোঃ জাহিন হাসান