‘টাইগার আমার ভালো বন্ধু, আমাদের নিয়মিতই কথা হয়’
ই-বার্তা ডেস্ক।। টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের জের ধরেই দিশার বলিউডে আগমন। এরপর একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা করে বেশ আলোচনায় আসেন তারা। তবে সম্প্রতি তাদের সম্পর্কে বিচ্ছেদ করে নতুন সম্পর্কে জড়িয়েছে দিশা যা ভক্তদের আহত করেছে।
তবে টাইগারের নতুন সম্পর্ক নিয়ে কোনো খোঁজ নেই। যদিও মাঝে একটি গুঞ্জন উঠে তবে তা বড় কোনো আলোচনা তৈরি করেনি। সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনো ভালো বন্ধু টাইগার ও দিশা। দিশা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টাইগার আমার বন্ধু। সেই সম্পর্কটা আমাদের সারাজীবন থাকবে। আর টাইগারের সঙ্গে আমার নিয়মিতই কথা হয়।’
তেলুগু ছবি থেকে দিশার ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। একই বছরে টাইগার শ্রফের সঙ্গে বেফকিরা মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। এর পরেই ২০১৬ তে বলিউডে প্রথম অভিনয় দিশার। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে এম এস ধোনি-তে অভিনয় করে প্রশংসা অর্জন করেন দিশা। ২০১৮ সালে টাইগারের বিপরীতেই বাঘি ২ ছবিতে অভিনয় করেন তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু