দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত ২৮৫১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৬৭৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জনে।আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। এর মধ্যে ১ হাজার ৭৬০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরা হয়।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৫ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৬ শতাংশ।
চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী তিনজন।