নাটোরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত
ই- বার্তা ডেস্ক।। নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম রাহেলা বেগম (৭০)। তিনি উপজেলার ব্রক্ষত্রপার গোপালপুর গ্রামের শুকলাল মিয়ার স্ত্রী।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, সকালে শিবপুর এলাকায় রাহেলা বেগম পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে রাজশাহীগামী জননী পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-০৯১৮) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বিক্ষুব্ধ লোকজন ঘাতক বাসটি আটক করে। পরে পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম