নাটোরে সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। নাটোরে সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এ সময় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের রায়হান আলীর ছেলে ইয়াছিন আলী (৩২) ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে ইছাহাক আলী (৩১)।
এই বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহিমপুর গ্রামের রায়হান আলীর ছেলে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াছিন আলীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে একই এলাকার লুৎফর রহমানের ছেলে ইছাহাক আলীর বাড়িতে অভিযান চালিয়ে সাত হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার ও ইছাহাককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম