নারায়ণগঞ্জে ডিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত
ই-বার্তা ডেস্ক।। নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম বিপ্লব (৩১)। তার বিরুদ্ধে শুধু ফতুল্লা থানাতেই ১৪ টির বেশি মাদক মামলা রয়েছে।
পুলিশের জানিয়েছে, নিহত বিপ্লব শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। তার বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, রাত আড়াইটার দিকে বিপ্লবকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল আহত হয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু