নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপিঃ হানিফ
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি। এটি অত্যন্ত দুঃখজনক। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের মুখে এমন কথা শোভা পায় না।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হানিফ বলেন, নুসরাত হত্যাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারি করছেন।
বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। দেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা দেয়া হচ্ছে।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর মুসতানজিদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম