প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত
ই-বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র হস্তান্তর করেন।
স্বাধীনতার পর বাংলাদেশে আসা সেই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান। সঞ্জয় দত্ত নিজেও সে সময় সঙ্গে ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু