প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেদারল্যান্ড’সহ চার দেশের অভিনন্দন
ই-বার্তা ডেস্ক।। টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো নেদারল্যান্ড’সহ চার দেশ। এর ভাগে থেকে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ জানুয়ারি) আলাদা অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েয়েছেন নেদারল্যান্ডস, জর্ডান, আজারবাইজান ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।
এছাড়া আওয়ামী লীগ সভাপতি চার শুভেচ্ছা ও অভিনন্দন জানান জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ, আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদভ ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ।
ই-বার্তা/ মাহারুশ হাসান