ফু-ওয়াং ক্লাবে পুলিশের পর এবার র্যাবের অভিযান
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে পুলিশের পর এবার অভিযান চালিয়েছে র্যাব। গতকাল বুধবার রাতে ক্লাবটিতে র্যাবের অভিযান শুরু হয়ে চলে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবে অভিযান চালিয়ে বেশ কিছু মদ জব্দ করা হয়েছে। এগুলো অনুমোদিত কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সাধারণত নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মদ আনার অনুমোদন থাকে। জব্দ করা মদ সেই তালিকায় আছে কি না, তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গত সোমবার বিকেলে এই ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু এখানে পাননি। পাশাপাশি ক্লাবের বারের বৈধ কাগজপত্র থাকার কথাও জানিয়েছিলেন তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু