ফের বাবা হতে চলেছেন শহীদ কাপুর!
ই-বার্ত ।। সম্প্রতি, বি-টাউনে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে যে আবারও বাবা হতে চলেছেন শহীদ কাপুর। মূলত গত কিছুদিন ধরে শহীদ এর স্ত্রী মিরার পোশাক-আশাকের বেশ ভূষা দেখেই এই খবর চাউর হয়েছে।
মীরা নিজের আলাদা কোনও ক্যারিয়ার করতে চায় কিনা, এ বিষয়ে গত বছরই মীরাকে প্রশ্ন করা হয়। সেসময় মীরা উত্তরে জানিয়েছিলেন তিনি আপাতত দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। পরে তিনি ক্যারিয়ার নিয়ে ভাববেন। একইভাবে কিছুদিন আগেই শাহিদ কাপুরও এক সাক্ষাৎকারে জানান, যে মীরার বয়স মাত্র ২২। ও দ্বিতীয় বাচ্চা নিতে চাইছে খুব তাড়াতাড়ি, ও মা হতে চায়। তারপর ও নিজের ক্যারিয়ার নিয়ে যেটা করতে চায় সেটা করতে পারে। পাশাপাশি শহীদ জানান, তিনি তাঁর পরিবার নিয়ে ভীষণ খুশি।
মীরার ঢিলেঢালা জামাকাপড় পরিধান করা কিছু ছবি নিয়েই টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনের মাধ্যমে এই খবর চাউর হয়। আবার, সোশ্যাল মিডিয়ার বেশকিছু ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন মীরা সন্তানসম্ভবা। আর এরপরেই শাহিদের দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে শহীদ বা মীরার তরফে এখনও কিছু জানানো হয়নি।