বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪
ই-বার্তা ।। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আবদুল সামাদের ছেলে শাহাবুদ্দিন (৩৫), ও তার ভাই আবু হানিফ (৬), চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নাসিরুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৯) ও লোগহাগড়ার থানার পদুয়া গ্রামের নুরুল আকতারের ছেলে নুরুল হাসান রিফাত (২৮)।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কালাম আজাদ জানান, যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে উপজেলার রায়পুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
আহতদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।