বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলন স্থগিত

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলন আপাতত স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশ্বাসে ১৫ই মে পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। এদিকে শ্রমিকদের দাবি পর্যালোচনা করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।গত এক সপ্তাহ শ্রমিকরা তাদের দাবি আদায়ে এই আন্দোলন করছে।  কর্মসূচীর অংশ হিসাবে বুধবার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি,ইউ,সি) আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ অন্যরা।

 

শ্রমিকরা উৎপাদন শ্রমিক হিসাবে নিয়োগ চেয়ে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন। কর্তৃপক্ষ স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে আন্দোলনরত শ্রমিকরা তাদের অংশ নয় বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

 

তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে না নিলে আগামীতে রাজপথ – রেলপথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টি ইউ সি’র দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান।