বিশ্বব্যাপী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ
ই- বার্তা ডেস্ক।। বিশ্বের দরবারে পবিত্র কোরআনের হাফেজরা বাংলাদেশের নাম উজ্জল করছে। তাই বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বব্যাপী কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিবে ।
গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই ঘোষণা দেন। এবারের ঈদ-উল-ফিতরের পর এই সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়া বিজয়ী কোরআনের হাফেজদের শুভেচ্ছা জানিয়ে তাদের শুভকামনা করেন তিনি।
এ সময় সম্প্রতি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা জানান গোলাম রাব্বানী। মঙ্গলবার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা ৩ বার বিশ্বজয়, এবারও ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন। তোমার মেধার আলোয় আলোকিত হোক স্বদেশ। শুভকামনা নিরন্তর।”
তিনি কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনার ঘোষণা দিয়েবলেন, এ যাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম