বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব, থাকছেন মাশরাফি

ই-বার্তা ডেস্ক।।  নিষিদ্ধ হওয়ায় এখন সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে আছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। তার ওপর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির নিষেধাজ্ঞা উঠবে আগামী অক্টোবরে।  

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। অর্থাৎ চলতি বছরের বেশিরভাগ সময় নির্বাসনে থাকবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক। তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই চুক্তিতে থাকতে পারেন অবসরের প্রহর গুণতে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিসিবির কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, সাকিব সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ। সুতরাং কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার সম্ভাবনা নেই। আর মাশরাফির থাকা না থাকা তার ওপর নির্ভর করছে। 

জানা গেছে, আগামী ১২ জানুয়ারি চূড়ান্ত হবে এ চুক্তি। এই চুক্তিতে থাকতে পারেন মাশরাফি বিন মুর্তজা। বিষয়টি যদিও তার ওপরই ছেড়ে দিয়েছে বোর্ড। 

ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজ, মে’তে আয়ারল্যান্ড সফর এবং বছরের শেষদিকে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোতে মাশরাফি নেতৃত্ব দেবেন কি না, তা এখনো বলার উপায় নেই। 

গেল আগস্টে ম্যাশকে ডেকে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে তখন পরিষ্কার করে কিছুই বলেননি তিনি। তাই তাকে রেখেই কেন্দ্রীয় চুক্তি সংযোজন-বিয়োজন করতে চাইছে বোর্ড।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু