ভারতীয় নাগরিকত্ব পেল ৪০ পাকিস্তানি
ই- বার্তা ডেস্ক।। সীমান্তে চলমান উত্তেজনার মধ্য দিয়েই ভারতীয় নাগরিকত্ব পেলেন ৪০ পাকিস্তানি। গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্র প্রদেশে পুনে জেলা প্রশাসন ৪০জন পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করে।
জেলা কর্মকর্তারা গনমাধ্যমকে জানান, এই আবেদনকারীরা দীর্ঘদিন আগে থেকেই ভারতে স্থানান্তরিত হয়েছিল। তারা গত কয়েক বছর ধরেই পুনেতে থাকছে। এই আবেদনগুলো দীর্ঘ দিন ধরে মুলতুবি ছিল।
পুনের জেলা প্রশাসক নাভাল কিশোর রাম বলেন, ‘বৃহস্পতিবার মোট ৪৫ জন আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই আবেদনগুলোর বেশিরভাগই পাকিস্তান নাগরিকদের ছিল
তিনি আরও বলেন, ‘আবেদনকারীদের কিছু অংশ ৪০ বছর আগে ভারতে এসেছিলেন। কিন্তু তাদের ভারতীয় নাগরিকত্ব ছিল না। ১৯৫৫ সালে নাগরিকত্ব আইন সংশোধন করার পর, আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের ক্ষমতা প্রদানের ব্যাবস্থা করা হয়েছে। ওই সংশোধনী অনুযায়ী, আমি এই ব্যক্তিদের নাগরিকত্ব দিয়েছি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এই আবেদনগুলোর জন্য অনেক পরিমানে সুবিবেচনার প্রয়োজন। বহু সংস্থাকে এই সংশোধনের কাজে লাগানো হয়। ’
ই- বার্তা / আরমান হোসেন পার্থ