মারা গেলেন তিনবারের সংসদ সদস্য মঈন খান
ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে তার ভাই মনির উদ্দীন খান জানান, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের মরদেহ দ্রুত বাংলাদেশে আনা হবে বলে জানান তিনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালি উপজেলা জাসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিন তিন বারের সংসদ সদস্য। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
মঈন উদ্দিন খান বাদল। মহাজোট থেকে নৌকার ব্যানারে চট্টগ্রাম-৮ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু