মাশরাফি একজন প্রকৃত নেতাঃ হাওয়েল
ই-বার্তা ডেস্ক।। মাশরাফি বিন মোর্তুজা’কে প্রকৃত নেতা বলে আখ্যায়িত করলেন রংপুর রাইডার্সের সবচেয়ে ইকোনমিকাল বোলার বেনি হাওয়েল।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে হাওয়েল বলেন, ‘আমি মনে করি মাশরাফি একজন প্রকৃত নেতা। সবাই তাকে অনুসরণ করে। সে দারুণভাবে দলকে চালিয়ে নিচ্ছে। সবাইকে বেশ ভালোভাবে সাহায্য করে যাচ্ছে। দলের খেলোয়াড়দের ইতিবাচক রেখে পরের ম্যাচের জন্য সবাইকে প্রস্তুত রাখে।’
গত আসরের মত এবারো রংপুরের শুরুটা হয়েছে নড়বড়ে। তবে এ নিয়ে মতেই চিন্তিত বেনি হাওয়েল। তিনি আরও বলেন, ‘সবকিছু ঠিকই আছে। এটা কেবল শুরু। আমাদের এখনেও ছয় থেকে সাতটি খেলা বাকি রয়েছে। জয়ের কাছাকাছি থাকা ম্যাচে হারাটা আদর্শ নয়। তবে আবারও এ ধরনের পরিস্থিতি সামাল দিতে এটা আমাদের উপকৃত করবে।’
ই-বার্তা/ মাহারুশ হাসান