মা বিদিশা’কে প্রেসিডেন্ট পার্কে রাখতে এরিক এরশাদের জিডি
ই-বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে প্রেসিডেন্ট পার্কে রাখতে মামলা করেছেন।
বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় মা’কে নিয়েই থাকতে চান ছেলে এরিক এরশাদ। এই ইচ্ছার কথা জানিয়ে এরিক গতকাল সোমবার বিকালে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে এরিক উল্লেখ করেছেন, মা কাছে না থাকায় তার যথাযথ সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই মাকে সঙ্গে রাখা প্রয়োজন।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৪ জুলাই মারা যান। এরশাদের তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রী বিদিশা ছেলে এরিকের সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহারের খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট পার্কে গেছেন। ছেলের ভালো কিছুর জন্যই তিনি সেখানে ছুটে যান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু