মেঘনা নদীতে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ই-বার্তা ডেস্ক।। মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
নিহত ব্যক্তির নাম মো. হুমায়ুন। তাঁর বয়স ৩৫-৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গভীর রাতে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে বলে জানান তিনি।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু