বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি

ই-বার্তা ডেস্ক।।  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।   এতে পরশুরাম, ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। 

এদিকে শালধর এলাকায় নদীর বাঁধ ভেঙে মালি পাথর, নীলক্ষ্মী, দেরপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার রাত থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুহুরী নদীর পানি ফুলগাজী বাজারের গার্ড ওয়ালের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাজারে প্রায় শতাধিক দোকানে পানি প্রবেশ করেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম জানান, মুহুরী নদীর পানি ফুলগাজী উপজেলার গার্ড ওয়ালের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফুলগাজীর বাজারে দোকানে পানি ঢুকতে শুরু করেছে। অনেক সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। 

সুত্রঃ যুগান্তর 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু