রাজশাহীতে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। রাজশাহীতে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আপেল (২৯) ও তার ছোট ভাই রাসেল মিয়া (২৮)। তারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের কাশেম আলীর ছেলে।
র্যাব-৫ সূত্র থেকে জানা যায়, আপেল ও রাসেলের কাছে মোট ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট, সাতটি সিম কার্ড, নগদ এক হাজার টাকা ও ১০৬ পিস সাবান জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে গোপন সংবাদ পেয়ে তাদের ধরতে অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির একটি দল।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম