রাতেই সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে
ই-বার্তা ডেস্কঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর নেয়া হচ্ছে। রাত সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাকে নেয়া হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ আহমেদ।
ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার (৩ মার্চ) ফজরের নামাজের পর থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাকে দ্রুত বিএসএমএমইউ’তে নিয়ে আসা হয়। সেখানে তার এনজিওগ্রাম করানো হলে হার্টে ৩টি মারাত্মক ব্লক ধরা পড়ে।
এরপর তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর চিকিৎসকরা তাকে একটি রিং পড়ানোর সিধান্ত নেন। তারপর থেকে তার অবস্থা স্থিতিশীল থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়ার কথা জানানো হয়।
বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ’তে চিকিৎসাধীন আছেন। তবে জ্ঞান ফিরে চোখ খুললেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ