রাহুলের পদত্যাগ নাকচ করে দিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি
ই-বার্তা ডেস্ক।। লোকসভা ভোটে ধরাশায়ী কংগ্রেসের ভরাডুবির ভার নিজের কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী৷ তবে, তা নাকচ করে দেন দলের ওয়ার্কিং কমিটির সদস্যরা৷
বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে লোকসভা ভোটের৷ সেখানেই স্পষ্ট দেশের মানুষ মোদী বিরোধীদের উপর আস্থা রাখেননি৷ কংগ্রেসের আসন বাড়লেও গেরুয়া শিবিরের জয়ের পাশে তা ম্লান৷ এই অবস্থায় দলের হারের কারণ নিয়ে নয়াদিল্লিতে চলছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক৷
বৈঠকে উপস্থিত রয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, শিলা দিক্ষিতরা৷
ভোটের ফল প্রকাশের পরপরই দলের নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন রাজীব-সোনিয়া তনয়৷ তবে দলীয় বিষয় নিয়ে প্রকাশ্যে চর্চা হোক তা চায়নি কংগ্রেস নেতৃত্ব৷ জানা যায় এদিন সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার প্রস্তাব দেন রাহুল গান্ধী। তিনি জানান দলের সংগঠনে বদল আনা প্রয়োজন৷ তবে সঙ্গে সঙ্গে তা বাতিল করে দেন ওয়ার্কিং কমিটির সদস্যরা৷
সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির সদস্যরা দলের সবাপতির একসঙ্গে একমত যে, দলে সাংগঠনিক বদল দরকার৷ তবে তা সভাপতির পদত্যাগের মধ্যে দিয়ে নয়৷ বরং দলের খারাপ সময় সর্বোচ্চ পদে থাকুন তিনি৷
ই-বার্তা/সালাউদ্দিন সাজু