লক্ষ্মীপুরে বাসচাপায় ট্রলিচালক নিহত
ই- বার্তা ডেস্ক।। লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসচাপায় রাশেদ আলম (২৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক রাশেদ আলম রামগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহন (নোয়াখালী জ-০৫০০২৩) কচুয়া বাজারে এসে ইটবোঝাই ট্রলিকে চাপা দেয়। এতে চালক রাশেদ আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে। এ সময় চালক পালিয়ে যান। উত্তেজিত লোকজন রামগঞ্জ-বেগমগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া এই বিষয়ে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম