অপু-শাকিবের কিসের সমস্যা এতো সুন্দর সন্তান থাকতে : শাবনূর
ই-বার্তা।। চলচ্চিত্রাঙ্গনসহ সারাদেশে টক অব দ্য টাউন হচ্ছে তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের বিষয়টি । আমরা যেমন বলে থাকি চায়ের কাপে ঝড় তুলেছে, তেমনি বিভিন্ন মহলেও আলোচিত হচ্ছে বিষয়টি।নানাজন নানারকম মন্তব্য করছেন। সাধারণ মানুষের মতো ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শাবনূরও মর্মাহত হয়েছেন বিষয়টি নিয়ে।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, সিনেমার মতো বাস্তবেও জুটি বেঁধেছে শাকিব-অপু । এটা আমাদের কাছে ভাল লেগেছিল। এখন শুনছি তাদের সংসারে ভাঙন ধরেছে, সেটা শুনেও আমাদের খারাপ লাগছে। তা ছাড়া ওদের ঘরে একটা ফুটফুটে সন্তান রয়েছে। এত সুন্দর জয়ের মতো সন্তান থাকতে আর কিসের সমস্যা থাকে? যদিও তাদের মাঝে কোন সমস্যা থাকে তাহলে তাদের নিজেদের মিটিয়ে ফেলা উচিত তাদের সন্তানের কথা চিন্তা করে।তবে তাদের এ ধরণের সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিৎ।
শাকিব খান ও অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি। কয়েকদিন আগে শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠান কিন্তু গত মঙ্গলবার অপু ডিভোর্স লেটারটি হাতে পায় বলে জানায়।
তাদের এক মাত্র পুত্র আব্রাহাম খান জয় দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। তারপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছিল না।