সান গ্লাস পরা খালেদাকে দেখলে মনে হয় না তিনি অসুস্থ
ই-বার্তা ডেস্ক ।। তথ্যমন্ত্রী বলেন,। ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর তাকে সান গ্লাস পরা অবস্থায় দেখলে কারোই মনে হয় না তিনি অসুস্থ।’
আজ (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে একথা বলেছেন।
তিনি আরো বলেন, ‘এটা তার নতুন রোগ না, এ রোগ নিয়েই তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য,বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুঁইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান।
ই-বার্তা /সাহাদাত ছৈয়াল