সুস্থ থাকতে সকালে ব্যায়াম করুন
সকালে ঘুম থেকে ওঠা ও ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে দিনের শুরুটা অলসতাও কাটে।এ বিষয়ে ঢামেক টেলিমেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা স্বাস্থ্যের জন্য ভালো। তবে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে এমন নয়। সহজ কিছু ব্যায়াম আছে, যা আপনি করতে পারেন।
আসুন জেনে নিই সকালের সহজ একটি ব্যায়াম সম্পর্কে-
কী ব্যায়াম করবেন-
দুই পা সামনে রেখে চেয়ারে সোজা হয়ে বসুন ও দুই হাত কোলে রেখে মাথা ও ঘাড় সোজা রাখুন।
এর পর এক পা মাটিতে চেপে রেখে অন্য পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে মেরুদণ্ড টান টান করুন। এখন শ্বাস নিতে নিতে এই অবস্থানে থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।
অন্য পায়েরও একইভাবে বুড়ো আঙুলে ভর দিয়ে শ্বাস ছেড়ে পূর্বের অবস্থানে ফিরে আসুন।
একসঙ্গে দুপায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে শ্বাস টানুন। শ্বাস ছেড়ে আসন শুরুর অবস্থানে ফিরে আসুন।
ঘুম থেকে উঠে ৫ থেকে ৭ বার এই ব্যায়াম করলে মাংসপেশি মজবুত হয়, ক্লান্তি দূর হয়, শরীর ঝরঝরে লাগে ও হাঁটাচলা সহজ হবে।