সৌদিতে ‘অশালীন পোশাক’ পড়ায় দুই শতাধিক নারী-পুরুষ আটক
ই-বার্তা ডেস্ক।। অশালীন পোশাক পরিধান করে সামাজিক রীতি-নীতি ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে সৌদি আরব প্রশাসন। এ বিষয়ে টুইটারে এক বিবৃতি দিয়েছে রিয়াদ পুলিশ।
টুইটারে তারা জানায়, গত সপ্তাহে সামাজিক রীতি ভঙ্গের দায়ে এখন পর্যন্ত ১২০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এসব আইন লঙ্ঘনকারীদের ওপর সৌদি আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।
এছাড়া আরেক বিবৃতিতে রিয়াদ পুলিশ জানিয়েছে, এছাড়া বিভিন্ন হয়রানিমূলক কাজের অপরাধে আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চলতি মাসে রিয়াদে এক ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সেখানে অতিথিদের অনেকে হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। এরপরই দেশটির পুলিশ অশালীনতার দায়ে অনেককে গ্রেফতার করে।
গত বছরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। শুধু তাই নয়; এখন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারেন সৌদি নারীরা।
রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমান নারী স্বাধীনতা বাড়িয়ে দিয়ে নানা পরিবর্তন আনছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু